জনাব মোঃ সাইদুর রহমান (৫৯৪৭) বিসিএস প্রশাসন ক্যাডারের ত্রয়োদশ বি.সি.এস-এর একজন সদস্য। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বি.এস.সি. (সম্মান), এম.এস.সি ডিগ্রী লাভ করেন। কর্মজীবনে তিনি সহকারী কমিশনার ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মাঠ প্রশাসনে কর্মরত ছিলেন। দুর্নীতি দমন কমিশনে মাননীয় কমিশনারের একান্ত সচিব এবং পরিচালক হিসেবে কাজ করেছেন। অর্থ বিভাগ, অর্থমন্ত্রণালয়ে উপসচিব, যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে বিভিন্ন অনুবিভাগে কাজ করেছেন।
গত ০৪-০১-২০২৩ তারিখে তিনি গ্রেড-১ হিসেবে পদোন্নতি পেয়ে চেয়ারম্যান বিসিআইসি-তে যোগদান করেছেন। ব্যক্তিগতভাবে তিনি বিবাহিত এবং ০৩(তিন) পুত্র সন্তানের জনক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ নূরুজ্জামান এনডিসি তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ১৬ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান পদে যোগদান করেন।
ব্যবস্থাপনা পরিচালক
গত ২৮.০২.২০২৪ খ্রি. তারিখে জনাব প্রদীপ কুমার নাথ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর অর্ন্তভুক্ত আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড- এ ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পদে যোগদান করেন।